1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

গোলাম রব্বানী: নড়াইলের নড়াগাতি থানায় নড়াইল ১ আসনের আওয়ামীলীগের চার বারের সাবেক সংসদ সদস্য (এমপি) বি,এম কবিরুল হক মুক্তি, সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য কাজী সরোয়ার হোসেন সহ ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

গত ২৬ আগষ্ট (সোমবার) রাতে নড়াগাতি থানা বিএনপি যুগ্ন আহবায়ক বিশ্বাস নওশের আলী বাদী হয়ে নড়াগাতি থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আর ও ৪ জন আসামি হলেন নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির,সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ ফুরকান মোল্লা,সহ-সভাপতি মোঃ আআলাউদ্দিন চৌধরী,পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার।

মামলা সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, শর্টগান,বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতা-কর্মীসহ এলাকায় জনমনে ভয় ও ত্রাস সৃষ্টির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে। বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ করে। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এতে ভয়ে ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা তাঁদের বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নেয়।

নড়াগাতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি