এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি( সহ-উপাচার্য) প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেল চারটায় ( অপরাহ্ন) তিনি শিক্ষা সচিবের কাছে পদত্যাগ করে়ছেন। পদত্যাগপত্রে তিনি কোন ধরণের কারণ উল্লেখ করেননি। তবে পদত্যাগপত্রে তিনি লিখেছেন, : কারো প্রতি কোন ধরণের অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি’। প্রফেসর হুমায়ুন কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রোভিসি। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। এর আগে গত ১১ ও ১৯ আগস্ট দুই দফা উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেন। তারও আগে ৫ জুলাই থেকে কোষাধ্যক্ষের পদ শূন্য। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষ নেই। তিনটি শীর্ষ পদই শূন্য। অভিভাবকহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার মো মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা, প্রথম সহ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রথম কোষাধ্যক্ষ মো আবদুল্লাহ কেহই মেয়াদ শেষ করে যেতে পারেননি। এর মধ্যে প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির কে কোন ধরণের কারণ ও অভিযোগ ছাড়াই যেতে হল। সর্বশেষ ভিসি ও কোষাধ্যক্ষের সঙ্গে নানা ইস্যুতে তাঁর মতবিরোধ ছিল। প্রো- ভিসি ছিলেন স্মার্ট।