জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক এ সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির । অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন = কমিশন (দুদক)। গতকাল দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
খাঁদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরা হলেন দিনাজপুর-৫ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ ৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার।
ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য -থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের • মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে – অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই।
ডা. মনসুর রহমানের বিরুদ্ধে – অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, • বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ
» দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
» ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করবে দুদক।
টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এবং অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনাম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।