1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

সাবেক ৪ এমপির দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক এ সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির । অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন = কমিশন (দুদক)। গতকাল দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

খাঁদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরা হলেন দিনাজপুর-৫ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ ৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার।

ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য -থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের • মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে – অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই।

ডা. মনসুর রহমানের বিরুদ্ধে – অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, • বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ

» দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

» ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করবে দুদক।

টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এবং অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনাম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি