1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

ন্যাদুর্গত এলাকায় এখন নানা ধরনের চ্যালেঞ্জ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

– খাবার পানির মারাত্মক সংকট, টিউবওয়েল পানিতে নিমজ্জিত।
– রসুইঘরে ( রান্নাঘরে) পানি। খাবার পানি ফুটানো যাচ্ছে না।
– গ্রামের অধিকাংশ চা দোকানে বন্যার পানি দিয়ে চা বানানো হচ্ছে।

– দেশিয় ফলের গাছ ( বিশেষ করে কাঁঠাল গাছ) পানির চিপায় মরে যাচ্ছে।
-ব্যক্তির মাছের প্রকল্প ভেসে সমষ্টির প্রকল্প হয়ে গেছে।
– মুরগির খামারও পানির নিচে।
– বীজতলা ও ধানিজমি পানিতে তলিয়ে গেছে।
– নতুন বীজতলা তৈরি।
– পঁচা পানিতে রোগ জীবাণু ছড়িয়েছে।
– ভাঙাচোরা রাস্তা মেরামত করতে হবে।
– সব ধরণের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত, সংস্কার করতে হবে।
– ক্ষতিগ্রস্তদের বাসস্থান মেরামত করা।
– নতুন ফসল না হলে খাদ্যের সংকট হওয়ার আশংকা।
এই মুহুর্তে রান্না করা খাবার, পানি বেশি দরকার বন্যাদুর্গত এলাকায়।
ছবিটি নাঙ্গলকোটের পূজকরা উত্তরপাড়া এলাকার একটি বাড়ি থেকে তোলা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি