1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সাজাদুর রহমান সাজু: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ ১লা সেপ্টেম্বর রবিবার, এ উপলক্ষে সকাল আটটায় বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের, সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র( বীর উত্তম) এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বিকেল ৩ ঘটিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকো,ছাত্র গণ আন্দোলনে নিহত সকল শহীদদের ও ভয়াবহ বন্যায় যাদের প্রাণহানি হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক,দলের দুঃসময়ের কান্ডারী শহীদ জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক জননেতা ফারুক আহমেদ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মদ, ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ড.মোহাম্মদ শামীম কায়সার লিংকন, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা,যুগ্ম-আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপি’র সদস্য মনোয়ার হোসেন রাজুু
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন লেবু, রফিকুল ইসলাম মঞ্জু, আব্দুল মালেক, উপজেলা বিএনপি’র চলতি দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাহাবুল আলম মোল্লা মিতু, জাহাঙ্গীর আলম ডাবলু, অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোকাদ্দেম হোসেন সজল, মাহিদুর রহমান রনক,তরিকুল ইসলাম চঞ্চল,

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল আলম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক মইনুদ্দিন লিপন, উপজেলা সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর সদস্য
সচিব(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব রানু মন্ডল বাবু, পৌর সদস্য সচিব দেবাশীষ কুমার চাকী কাজল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন,
উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন, পৌর শ্রমিক দলে সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মতলব সরদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম প্রমুখ।

বিকেল ৩ ঘটিকায় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আত্মার মাগফিরাত কামনা ও চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন গাইবান্ধা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ ইসমাইল হোসেন সিরাজী।

পাশাপাশি, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায়ও দোয়া করা হয়।

এতে নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি