1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

কোটালীপাড়ায় মাল্টা চাষে সফল উদ্যোক্তা মনোরঞ্জন বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

পঙ্কজ বিশ্বাস কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: সমতল ভূমিতে মাল্টা চাষে সফলতা দেখে উদ্ভুদ্ধ হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে বানিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

৪/৯/২০২৪ ইং রোজ বুধবার সকাল ১০ টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনোরঞ্জন বিশ্বাস।

উপজেলার লাটেঙ্গা গ্রামের মৃত আদিত্য কুমাড় বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস ২০১৮ সালে অবসরে যাওয়ার পরে শখের বশে গত ২০২১ সালের শেষের সময়ে মাল্টা চাষাবাদ শুরু করেন। মাল্টার ব্যাপক ফলন দেখে বানিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেন তিনি। অনান্যদের আগ্রহ এবং সফলতা দেখে উপজেলা কৃষি অফিসের পরামর্শে চলতি বছরে ২৫ শতাংশ জমিতে মাল্টা চাষাবাদ করেছেন মনোরঞ্জন বিশ্বাস। মাল্টা চাষে মনোরঞ্জনের সফলতার গল্প এলাকার গন্ডি পেড়িয়ে পৌছে গেছে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে।

ইতোমধ্যেই উপজেলা কৃষি কর্মকর্তাগণ মনোরঞ্জনের মাল্টা বাগান পরিদর্শন করেছেন। তারা মনোরঞ্জনকে সার্বিক সহযোগীতার আশ্বাসও দিয়েছেন।

সরজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, ২৫ শতাংশ জমিনের মাল্টা বাগানটিতে বারি-১ জাতের মাল্টার গাছ। গাছের সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টার দৃশ্য দেখতে প্রতিদিনই ভীর করছেন আশেপাশের ক্রেতা এবং উৎসুক জনতা। প্রায় সবগুলো গাছেই বিক্রি উপযোগী বিভিন্ন প্রজাতীর পাকা-কাঁচা মাল্টার সমাহার দেখা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি