মোঃ আনজার শাহ, স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন। সারা দেশে বন্যাদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালনে এখনো সমাপ্তি করেননি মহিদুল ইসলাম রিনতু,সমন্বয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মেধাবী তরুণ শিক্ষার্থী মোঃ শাহজালাল (সজিব) ও সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ দিয়ে ফান্ড তৈরী করেছেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর ) সকালে সোনাইমুড়ি ও একবাড়িয়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে ৩০ জনের সাধারণ শিক্ষার্থীদের একটি টিম এবং সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আরো অনেক শিক্ষার্থী কাজ করছেন। বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে চিনি,বিস্কুট,দুধ,স্যালাইন,মোমবাতি,গ্যাস লাইট,মেয়েদের সামগ্রী,বস্ত্র সম্বলিত (৩শত) প্যাকেট করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের ১০ জনের একটি টিম কুমিল্লা বুড়িচং উদ্দেশ্য ত্রাণসহ রওয়ানা দিয়ে ঐ অঞ্চলের বন্যা কবলিতদের বিতরণ করেছেন।
তরুণ মেধাবী শিক্ষার্থী মহিদুল ইসলাম রিনতু ও মোঃ শাহজালাল সজিব বলেন, বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত ছিল এবং থাকবে। তাই আপনারা সকলেই বন্যা কবলিতদের সহায়তায় তাদের পাশে থাকার সকলকে আহবান জানান।