সাইফুল ইসলাম (রামগড়), খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়ছে,৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩ টায় জেলার শাপলা চত্বরে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বীতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। দেশের মানুষের সমস্যাকে চিহ্নিত করে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে। বিএনপির রাজনীতির শক্তি জনগণ, তিনি আরো বলেন বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে ,আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আগামীর রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি,সন্ত্রাস ও দখলবাজদের বিএনপিতে আশ্রয় নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য তিনি পাহাড়ি-বাঙ্গালী সকলকে ভাই-ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহবান জানান।উক্ত সমাবেশে জেলার ৯টি উপজেলার সকল পর্যাযের নেতা কর্মীরাসহ হাজার হাজার বিএনপি ভক্তরা উপস্থিত ছিলেন।