ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, মারধর, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই সাংবাদিক ও ৩৫ আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সদর উপজেলার সিঙ্গিয়া দৌলতপুর গ্রামের শিক্ষার্থী মো. মামুন ইসলাম (১৯)। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।মামলায় বেসরকারি যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথি দাশ ও দেশ টেলিভিশনের প্রতিনিধি শাকিল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত, পৌর যুবলীগের সভাপতি আমির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরীসহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য অস্ত্রশস্ত্র হয়ে মামলার বাদীসহ ছাত্রদের উপর হামলা চালিয়ে একাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন। গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় আসামিরা ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে লাঠি-সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ককটেল ও হাত বোমাও নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি.এম ফিরোজ ওয়াহিদ জানান, ছাত্র আন্দোলনের ঘটনায় মামুন ইসলাম নামে একজন আদালতে একটি মামলা করেছে শুনেছি। তবে এখন পর্যন্ত মামলার কাগজপত্র হাতে পাইনি।