জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে শিক্ষকসহ সহোদর ২ ভাইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙা বাজারের প্রায় এক কিলোমিটার সড়কের দু’পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ, নিহত শিক্ষক শরিফুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শষী খাতুন প্রমুখ।
এর আগে গত ২৪ আগস্ট (শনিবার) মসজিদের চাদাঁ আদায়কে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় মালাকুচা গ্রামের লিটন মিয়া নিহত হন এবং আরও ৫ জনের মত আহত হন। আহতদের মাঝে নিহত লিটন মিয়ার সহোদর ভাই মালাকুচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ঢাকা মেডিকেলের আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ সেপ্টেম্বর মারা যান।
মানববন্ধনে টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়, টেংগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন কিন্ডার গার্ডেন, রানীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, রানীশিমুল দাখিল মাদরাসা, হালিমা আহসান টেকনিক্যাল কলেজ, শাহজালাল কেজি ও ভায়াডাঙা মিলিটারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।