1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

ব্রাক ব্যাংক কর্মকর্তার অনিয়ম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২ বার দেখা হয়েছে

দুর্নীতিবাজ ব্রাক কর্মকর্তার শাস্তি চেয়ে ও সমদ্বয় সম্পত্তি মিল ফ্যাক্টারী ফিরে পাবার আশায় একান্ত আলাপ কালে মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভি. আইপি রাইচ মিএবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম বলেন , আমার বাড়ি আইলচারা বাজার , পোড়াদহ , কুষ্টিয়া সদর , আমি মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল এবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিল – দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী – উক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটি আইলচারা বাজার , পোড়াদাহ ,থানা ও জেলা কুষ্টিয়া সদর অবস্থিত । তিনি উপরোক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিলের নামে ঋণের আবেদন করলে ব্রাক ব্যাংক লিঃ ঢাকা কর্তৃক গত ২২-১১-২০১৮ ইং তারিখের রেফারেন্স নং CAD- Dhaka /SS /03705887/2018/0446 এর মাধ্যমে আমার ০৬ ( ছয়) একর ৫৬ ( ছাপ্পান্ন ) শতাংশ জমি ও তার উপর স্থাপিত দালান – কোঠা , মিল কারখানা ইত্যাদি মর্টগেজ রাখা সম্পত্তির ভ্যালুয়েশন ৪২,৭৬,২০,০০০/-( বিয়াল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ বিশ হাজার টাকার বিপরীতে ০১/১২/২০১৯ ইং তারিখের রেফারেন্স নং – CAD Dhaka /SS/03705887/2019/0467এর মাধ্যমে ২৪,০০,০০,০০০/-( চব্বিশ কোটি টাকা ঋণ মুন্জুর করা হয় এবং ভিআইপি অটো ফ্লাওয়ার মিলের নামে ঋনের আবেদন করলে ব্রাক ব্যাংক ঢাকা কর্তৃক গত ২২-১১-২০১৮ ইং তারিখের রেফারেন্স নং- CAD Dhaka /SS/03705885/2018 /0447 এর মাধ্যমে আমার ১( এক )একর ২১.২৬ ( একুশ দশমিক ছাব্বিশ শতাংশ জমি ও তার উপর স্থাপিত দালান- কোঠা , মিল কারখানা ইত্যাদি মর্টগেজ রাখা সম্পত্তির ভ্যালুয়েশন করে ২৮,৬২,৩৭,০০০/-( আঠাইশ কোটি বাষট্টি লক্ষ সাইত্রিশ হাজার ) টাকার বিপরীতে ০১/১২/২০১৯ ইং তারিখের রেফারেন্স নং-CAD -Dhaka/SS/03705885 /2019 /0468 এর মাধ্যমে আমাকে ১৭,৪২,৪৬,০০০/-(সতের কোটি বিয়াল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার ) টাকার ঋণ মুন্জুর করা হয় ॥ ঋণ গ্রহনেরপর পর হইতে ২০২২ সাল পর্যন্ত অত্র এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসচ্ছিলাম , করোনা পরবর্তী কালে ব্যবসা মন্দা অবস্থা দেখা দিলে অনিচ্ছাকৃত বেশ কয়েকটি কিস্তির টাকা আমি দিতে। ব্যর্থ হই । এমত অবস্থায় হঠাৎ ০৫-০৯-২০২১ ইং – ব্যাংক কর্তৃপক্ষ আইনজীবির মাধ্যমে আমাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করে । নোটিশ প্রাপ্তির পর আমি বার বার ব্যাংকের সাথে যোগাযোগ করতে থাকি সময় বৃদ্ধি সহ ঋণ পরিশোধের জন্য ॥ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার সাথে কোন প্রকার সহযোগীতা না করে জামানত হিসেবে জমা রাখা CAC-1711326 CAC 1711326 নং চেকের বিপরীতে আমার নামে মোকাম ঃ বিজ্ঞ সিএম ,এম আদালত ঢাকা মামলা নং সি আর ২৮৩১/২০২১ ১৭,৪২,৪৬,০০০/-( সতের কোটি বিয়াল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকার ) মামলা রুজু করে ও ০১-০১-২০২২ ইং তারিখে জামানত হিসেবে ব্যাংকে জমা রাখা CAC-1652015 নং চেকের বিপরীতে আমার নামে মোকাম ঃ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত কুষ্টিয়া মিরপুর সি আর ৪২/২০২২ ২৭,৭৮,৪৬,৬৮০/-( সাতাশ কোটি আটাত্তর লক্ষ,ছেচল্লিশ হাজার ছেচল্লিশ শত আশি ) টাকার একটি মামলা রুজু করে ।যা দুইটি আদালতে চলমান রয়েছে । পরবর্তীতে ব্রাক ব্যাংক লিঃ আমাকে না জানিয়ে নিলাম আহবান করে এবং ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা বেআইনিভাবে , গোপনে ২০/০৩/২০২২ইং তারিখে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে মোঃ আব্দুর রশিদ , পিতা মৃত – হাজী ইছাহক আলী বিশ্বাসের কাছে ৭৭৮৭/২০২২ নং দলিলে ৬ ( ছয় ) একর ছাপ্পান্নশতাংশ জমি সর্বোচ্চ মুল্য মাত্র —১৩,০০,০০,০০, ০০০/-( তের কোটি টাকা) এবং ৫৭৫৯ / ২০২২ইং দলিলে ১(এক) একর ২১.২৬ ( একুশ দশমিক ছাব্বিশ ) শতাংশ জমি সর্বোচ্চ মূল্য ২০০,০০,০০০/-( দুই কোটি ) টাকা দুইটি দলিলে সর্বমোট ১৫ ,০০,০০,০০০/-পনেরো কোটি টাকায় বিক্রয় করে দেয় । যা ব্রাকব্যাংক কর্তৃক করা ভ্যালুয়েশন মূল্য ৭১,৩৮,৫৭,০০০/-( একাত্তর কোটি আটত্রিশ লক্ষ ,সাতান্ন হাজার টাকা ( চলবে)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি