মোঃ ওসমান গনি ইলি কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডী এলাকায় যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করেছেন।যৌথবাহিনীর একটি সূত্র জানায়, চৌফলদন্ডীতে ৪৮ মামলার আসামি জিয়াবুলের বসতবাড়ি ও আস্তানায় অস্ত্র মজুদের খবর পায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রবিবার ভোরে সদর চৌফলদন্ডী গ্রামে এ অভিযান পরিচালনা করেন, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ ব্রিগেডের ৯ ইস্ট বেঙ্গল কোম্পানির সদস্য, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ৪৮টি মামলার আসামি জিয়াবুল এলাকায় মৎস্যঘের দখল, হত্যা, মাদক ব্যবসা, ডাকাতি ও অস্ত্রবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। এলাকায় তার দাপটে কেউ মুখ খুলতে সাহস করে না। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি এলজি, একটি একনলা বন্দুক, সাতটি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, তিনটি চাকু, দুটি চাপাতি, ফাঁকা দলিল-দস্তাবেজ ও গাঁজা জব্দ করা হয়।
ছবি সংগৃহিত