1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

বিজিবির হাতে আটক বিএসএফ সদস্যকে ৮ ঘণ্টা পর ফেরত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়।

আটক উপল কুমার দাস (৪০) ভারতের উত্তর দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তঘেষা মধ্য গৌরিপুর ৬৩ বিএসএফ ক্যাম্পের কর্মরত সদস্য।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আনাম ডন বলেন, আজ সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ৪৩৪ নম্বর মূল পিলারের ৬ নম্বর সাব-পিলার এলাকায় দিয়ে বিএসএফ সদস্য উপল কুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় ৪২ বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। উপল কুমার ইউনিফর্ম পরিহিত থাকলেও তিনি নিরস্ত্র ছিলেন।

এ বিষয়ে বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ওই বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি