1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

লালপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলা 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জামিরুল ইসলাম , স্টাফ রিপোর্টার (নাটোর জেলা): নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭সেপ্টম্বর) রাতে উপজেলার লালপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে থেকে থানা পুলিশ ও সেনাবাহিনী একটি দল বিএনপি ওই নেতা কে উদ্ধার করেন বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, জিটু (৩৫) ও টিপু (৩২) , শামীম(৩৮), ফারুক (২৬), মুনছুর (২৭), হানিফ (২০) সহ কয়েকজন সন্ত্রাসী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু কে মারপিট করেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হারুনার রশিদ পাপ্পু কে আহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় হারুনুর রশিদ পাপ্পু নিজেই বাদি হয়ে ৮ জন সহ আরও ২/৩ জন অজ্ঞাতের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো জিটু ইসলাম, টিপু ইসলাম, রনি ইসলাম, টগর হেসেন, শামীম হোসেন, মুনছুর রহমান, ফারুক হোসেন, হানিফ আলী প্রমূখ।  এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তারা আরো বলেন, উল্লেখিত ব্যক্তিরা মাদকাসক্ত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।  লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি