1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

পাহাড় খেকোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ কক্সবাজার পাহাড় খেকোদের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ২৮ সেপ্টেম্বর দুপুরে অবৈধভাবে পাহাড় কেটে সমতল করছে পাহাড় খেকোরা এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযানের শেষে তার ফেইসবুক ওয়ালে সতর্কবার্তা দিয়ে সবার দৃষ্টি কাড়েন এ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে সহজে কেউ কথা বলার সাহস পায়নি। যার কারণে প্রতিনিয়তে পাহাড় কেটে সাভার করে পরিবেশের ক্ষতি করছেন বলে জানান এলাকাবাসী। আজ কক্সবাজার বাস টার্মিনাল এর অদূরবর্তী কাটাপাহাড় নামক এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: জমিরউদ্দিন,জেলা প্রশাসন কক্সবাজারের আর ডি সি মোহাম্মদ আবুল হাসনাত খান, কক্সবাজার সদর মডেল থানার এস আই জহিরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পাহাড় কর্তনকারীরা খবর পেয়ে পালিয়ে যায়। এসময় পাহাড় কাটার শাবল, কোদাল, পানির পাইপ জব্দ করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। জাতীয় অর্থনীতি প্রতিবেদক বলেন পাহাড় কেখোদের কোন ছাড় নেই সেযতবড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী মামলা হবে। এই গঠনার সাথে জড়িততাদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন পাহাড় কাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিয়মিত অভিযান অব্যহত থাকবে এবং নিয়মিত মামলাসহ কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি