সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐলে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূর শরীরে গরম তরকারি ছুড়ে দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতের এ ঘটনায় আজ সোমবার দুপুরে ওই গৃহবধূর বড় জা জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, গতকাল রাতে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত জহুরা খাতুন তাঁর ছোট জা ইসমাইল হোসেনের স্ত্রী রুমা খাতুনের শরীরে গরম তরকারি নিক্ষেপ করে। এতে রুমার মুখসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। গৃহবধূ রুমাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রুমা সেখানেই চিকিৎসাধীন আছেন।
এদিকে এ ঘটনায় গৃহবধূ রুমার বাবা মো. ওয়াজেদ আলী বাদী হয়ে একটি অভিযোগ দিলে অভিযুক্ত জহুরা খাতুনকে আটক করা হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার মোখলেছুর রহমান বলেন, ‘আহত অবস্থায় রুমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ১০ শতাংশ ঝলসে গেছে। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।’