1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

নগরফুল হলিডে স্কুল কুমিল্লা শাখার মাসিক মিটিং ও সাপ্তাহিক ক্লাস সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মুহিবুল হাসান রাফি: ফুল তো প্রতিনিয়ত ফোটে।কিন্তু নগরের এই ফুল ফোটা,শুক্রবার এলে যেন এক অন্যরকম পূর্ণতা পায় । আর মালীরা উজ্জীবিত হয় এই পূর্ণতার হাসির ঝলকে । এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো কুমিল্লার শাসনগাছা ঈদগাহে নগরফুল হলিডে স্কুলের কুমিল্লা শাখার সাপ্তাহিক হলিডে স্কুল কার্যক্রম । উক্ত শ্রেণী কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক চীফ কো-অর্ডিনেটর আব্দুস সালাম,বর্তমান চীফ কো-অর্ডিনেটর (২০২৪-২০২৫) সেশনের স্বর্ণা ভৌমিক,কো-অর্ডিনেটর মুনিয়া আক্তার,মালী জাকারিয়া আহমেদ,মালী সাইমুন এবং নগরফুলের সিআরবি শাখা থেকে পরিদর্শনে আসা মালী মুহিবুল হাসান রাফি । তিনি বাচ্চাদের আগ্রহ, উদ্দীপনা, পড়ালেখার প্রতি মনোযোগ, পড়ানোর স্থান, মালীর সংকট তা গভীরভাবে পরিদর্শন করেন ।সাবেক চীফ কো-অর্ডিনেটর আব্দুস সালাম বলেন – “নগরফুলের কুমিল্লা শাখাকে উজ্জীবিত রাখতে আরো মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং প্রজেক্টগুলো সম্পন্ন করতে হবে ”

কো-অর্ডিনেটর মুনিয়া বলেন – “বাচ্চাদের পড়ালেখার মনোনিবেশ করাতে পর্যাপ্ত পরিমাণ মালী প্রয়োজন,তা না হলে একত্রিত ক্লাসে নগরের ফুলদের মন বসানো অনেকাংশে কঠিন হয়ে পড়বে”

মালী জাকারিয়া বলেন – “ফুলদের আরো তদারকি প্রয়োজন,যাতে তাঁরা আরো মনোযোগী হয়”

চীফ কো-অর্ডিনেটর স্বর্ণা ভৌমিক বলেন – আমরা চেষ্টা করেই যাচ্ছি গোছালো ও সুন্দর পরিকল্পনা মাফিক কুমিল্লা শাখাকে তৈরি পরিচালনা করতে। আমাদের শাখায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবী সংকট ছাড়া আর কোন সমস্যা নেই। যা আমরা অচিরেই সমাধান করতে পারবো আশা রাখছি । মাঝে মাঝে মেম্বার সংকট পড়তে হয় আমাদের শাখাকে । সেক্ষেত্রে বাচ্চাদের ও সমস্যার সম্মুখীন হতে হয় ।তাই সকলের উচিত সেচ্ছাসেবী মনোভাবটা আরো বেড়ে তোলা। ”

পরিশেষে সাপ্তাহিক হলিডে স্কুলের কার্যক্রম শেষে মাসিক মিটিং শুরু হয়।এই পর্যায়ে সার্বিক সকল পরিস্থিতি বিবেচনায় রেখে শাখার উন্নতি স্বার্থে সকলে নিজেদের মতামত তুলে ধরেন। অতঃপর মত বিনিময় এবং আলোচনা শেষে কুমিল্লা শাখার চীফ কো-অর্ডিনেটর (২০২৪-২০২৫) স্বর্ণা ভৌমিক মাসিক মিটিং এর সমাপ্তি ঘোষণা করলেন ।
এভাবেই “নগরফুল হলিডে স্কুল কুমিল্লা শাখা’র ” আজকের শ্রেণী কার্যক্রম এবং মিটিং সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি