ফিরোজ আহমেদ, জেলা প্রতিনিধিঃ স্বৈরাচারী সরকারের খুনী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সকল খুনীদের ফাঁসির দাবীতে ও পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে উঠা এবং ষড়যন্ত্র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মৎস্যদলের শত শত নেতা কর্মী।
শনিবার (১৮ অক্টোবর’২০২৪) বেলা ১১ টায় পৌর নিউমার্কেট হতে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করে সেখানে এক সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন মোহন।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসফাকুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সহ-সভাপতি মো.গোলাম রব্বানী, সহ-সভাপতি ইমরুল আহসান, সহ-সভাপতি লিটন গাজী, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল আমিন, যুগ্ম আহবায়ক সানি গাজী, যুগ্ম আহবায়ক মো. বেল্লাল হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের নেতা মো. শাহ আলম, গোলাম মস্তফা ও জালাল আহমেদ প্রমুখ।
বক্তারা ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা সহ সকল খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দাবী করেন। সমাবেশে পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন বক্তারা।