1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ হওয়ার পথে একটি ইটখোলা বেকার হয়ে পড়বে শতাধিক পরিবার সরকার হারাবে রাজস্ব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রায়হান পারভেজ, শেরপুর ( বগুড়া) প্রতিনিধি : ইটখোলায় সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা আঁকা হয়েছে। এমনটি করা হয়েছে গত ভোররাতে। এতে ইট খোলায় এবছর আগুন দেওয়াও যেন এক সমস্যার মুখে পড়েছে। এতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমনটি অভিযোগ করেছে বগুড়ার শেরপুরে একজন প্রতিষ্ঠিত ইটভাটার ব্যবসায়ী ফিরোজ আলী।
ফিরোজ আলীর ইটভাটা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায়। আরআরবি নামে তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠান চলে আসছে অন্তত ৩৫ বছর ধরে।
ফিরোজ আলী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তার ইটভাটাটি অন্তত ৩২ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে। এরমধ্যে তার নিজস্ব জমি রয়েছে অন্তত ২৬ বিঘা। অবশিষ্ট জমিগুলো স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের। বছর ভিত্তিক লীজ দিয়ে অবশিষ্ট জমিগুলো তিনি টাকা প্রদান করে থাকেন।
ফিরোজ আলী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তিনি রাজনীতিভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। উপজেলার সহ-সভাপতি পদেও তিনি রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই ইট খোলার মধ্যে অন্তত ৫ বিঘা জমি ক্রয় করতে শুরু করেছে বিএনপি’র বগুড়া- ৪ আসনের (নন্দীগ্রাম- কাহালু) সাবেক জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। এই ভাটার মধ্যে তিনি জমি নিয়ে ব্যবসা করলেও বিষয়টি জানেন মোশারফ হোসেন। তবুও তিনি একই দল করার পরও তার পায়ের সাথে পা বাঁধিয়ে এই জমি কেনার অভিযোগ করা হয়েছে বিএনপি দলীয় সাবেক এই এমপি মোশারফ হোসেনের বিরুদ্ধে। স্থানীয় কিছু দালাল চক্র আর্থিক লাভের আশায় এমনটি ঘটনার সাথে জড়িয়ে রয়েছে তিনি তা অভিযোগ করে বলেন।
তবে এ বিষয় নিয়ে মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায়নি।
এই সমস্যা নিয়ে আরআরবি ইটখোলার মালিক ফিরোজ আলী এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তার ইটখোলা যদি বন্ধ হয় তাহলে এই ব্যবসা সাথে জড়িত অন্তত শতাধিক মানুষ উপার্জনের হয়ে পড়বে। তাদের পরিবারেও দেখা দিবে আর্থিক অসচ্ছলতা। বিগত ১৭ বছর তিনি তৎকালে আওয়ামী লীগ রাজনীতির সাথে ব্যক্তিদের বিরোধিতা কারণে চাঁদা দিয়ে তার ব্যবসা চালিয়ে আসতে হয়েছে। ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনে স্বাধীনতার পর এখনো তার ব্যবসা নিয়ে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি। এমন হুমকি হয়েছে তার দলীয় রাজনীতির নেতাদের মধ্য থেকে।
ফিরোজ আলী বলেন, বিএনপি কেন্দ্রীয় নীতি নির্ধারক যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে তার ইট খোলাটি চালু থাকতে পারে। এতে তার এই ব্যবসার সাথে জড়িত অন্তত শতাধিক ব্যক্তি উপার্জন হীন হয়ে পড়বে না।
গতকাল শনিবার দুপুরে ফিরোজ আলীর ইটখোলার মধ্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাতীয় ভিন্ন দৈনিক এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সহ স্থানীয় অনেক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি