ভোলা প্রতিনিধি: ভোরের কাগজের ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার নেতৃত্বদানকারী এনটিভির সাংবাদিক আফজাল হোসেন সহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের কে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ এবং ঝাড়ু মিছিল করেছেন ভোলার সচেতন নাগরিক সমাজ।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, কমান্ডার মোঃ হারুন, শহরের পা দুকা ব্যবসায়ী জাকির হোসেন মনির, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাকসুদুর রহমান সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, সাংবাদিকদ নাহিদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে সাংবাদিক নামধারী আফজাল ও মোহাম্মদ আলী সহ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে কয়েক শত নারী পুরুষ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ঝাড়ু মিছিল করে। ঝাড়ু মিছিল শেষে আফজাল ও মোহাম্মদ আলী সহ হামলায় জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।