1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, একদিনে পঁচিশটি মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি, ফিটনেস বিহীন গণপরিবহন,ও ফুটপাতের অবৈধ স্থাপনা
দোকান-পাট উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে সাইবোর্ড ও শিমরাইল মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী। অভিযানে ১দিনে গণপরিবহন ও থ্রি হুইলারের বিরুদ্ধে ২৫টি মামলা করা হয় এবং শতাধিক অবৈধ স্থাপনাও দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় রাজনৈতিক ব্যাক্তিত্ব,ছাত্র জনতা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা সহায়তা করেন।

পুলিশ জানায়, সোমবার দিনব্যাপী মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটো রিকশা, সিএনজিসহ যত্র-তত্র পার্কিং এবং ফিটনেস বিহীন ও রোড পারমিট ফেল করা গণপরিবহনের বিরুদ্ধে এবং মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে উঠাদোকান পাট উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় সাইনবোর্ডে নারায়ণগঞ্জ লিংক রোড রাস্তা বন্ধ করে রাখা এবং উল্টো পথে চলাচল করায় বেশ কয়েকটি অটো রিকশা, সিএনজি আটক করা হয়।পাশাপাশি সাইনবোর্ড ও শিমরাইল মোড়ের অন্তত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, সারাদেশের ন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
এ অভিযান পরিচালিত হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়কে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি বন্ধে এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে ও মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, এসময় থ্রি হুইলার এবং গণপরিবহনের বিরুদ্ধে মোট ২৫টি মামলা করা হয়েছে এবং শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের বিশৃঙ্খলারোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি