যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট বিমান হামলা আরো বাড়িয়ে দিয়েছে। এর আওতায় সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদাহ প্রদেশের সালিফ বন্দরে হামলা চালিয়েছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি বিমানগুলো রবিবার সানা প্রদেশের আন-নাহদিন, আন-নাহদা, সানাহান ও আল-হাপফা এলাকায় ১১ দফা হামলা চালায়। এছাড়াও সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও দুই দফা হামলা চালায়।
রবিবার সৌদি আরব দাবি করেছে যে, তারা ইয়েমেনের সামরিক বাহিনীর একটি ওয়ার্কশপ ধ্বংস করেছে যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অ্যাসেম্বল করা হতো। সৌদি সরকার বলছে, ইয়েমেনের সামরিক সক্ষমতা নস্যাৎ করতে এই হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইয়েমেনের খাদ্যগুদমাও ধ্বংস হয়েছে।
এর আগে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রিয়াদ সরকার সামরিক আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত সৌদি আরবের গভীরে বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় হামলা অব্যাহত থাকবে।