1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবীতে কয়রায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩.৩০ মিনিটে ছাত্রলীগ নিষিদ্ধ ও চুপ্পুর পদত্যাগের দাবীতে কয়রায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল, ছাত্র নেতা এনামুল কবির, মহসিন আলম, আরিফুল ইসলাম, আজহারুল ইসলাম মিন্টু প্রমুখ।

ছাত্র প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল বলেন গত ৫ আগস্টের পর ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মুখে
খুনী হাসিনা পলায়ন করেছিলো। কিন্তু এখনো ষড়যন্ত্র করছে । বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে দেশের ভেতর অরাজকতা করে পূনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমরা দেখছি নির্লজ্জ অবৈধ ভোটচোরের দল আওয়ামী সরকারের নির্বাচিত রাষ্ট্রপ্রতি এখনো তার গদিতে বসে আছে। এই সন্ত্রাসী আওয়ামী দোসর চুপ্পু সাহেব প্রথমে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন এখন আবার বলছে এ বিষয় আমি কিছুই জানি না। চুপ্পু সাহেব আপনি হয়তো ভাবছেন আপনি নতুন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে আবার পূনর্বাসন করবেন কিন্তু বাংলার জনগন এ বিষয়ে সচেতন, অবিলম্বে আপনাকেও এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনাকে যে ২৪ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে আপনি পদত্যাগ করুন না হয় জনগন আপনাকে টেনে হিচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য হবে।

প্রশাসের দৃষ্টি আকর্ষন করে বলেন চবি সহ সারা দেশে এখনো ছাত্রলীগ সংঘর্ষ করার চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি