1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

আপনারা মানুষের দরজায় দরজায় স্বাস্থ্য সেবাকে নিয়ে যাচ্ছেন- স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ উপ‌দেষ্টা নূরজাহান বেগম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্স এর ২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন অনুষ্ঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পা‌নি লি‌মি‌টেড এর পার্টনারশিপে শুক্রবার বি‌কেলে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধু‌রি সি‌নেট ভব‌নে এ উদযাপন অনুষ্ঠিত হ‌য়।

প্রফেসর ড. মামুন আহ‌মে‌দ, উপ- উপাচার্য ঢা‌কা বিশ্ব‌বিদ্যালয়, এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ উপ‌দেষ্টা নূরজাহান বেগম।
এই সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা আহত তাদের চিকিৎসা নিশ্চিত করণে অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের চেষ্টাই চালিয়ে যাচ্ছে।
দেশে বিদেশে সব দিকেই কথা বলেছেন তিনি। ড্রিমার্স এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, “যারা আপনারা মানুষের দরজায় দরজায় স্বাস্থ্য সেবাকে নিয়ে যাচ্ছেন, এটা সহজ কাজ না। স্বাস্থ্য সেবাটাকে যদি আমরা প্রান্তিক পর্যায়ে নিতে চাই। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ইঞ্জি‌নিয়ার খোর‌শেদ আলম ম্যানে‌জিং ডি‌রেক্টর, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পা‌নি লি‌মি‌টেড। আরো উপস্থিত ছিলেন, মোঃ আরিফ হোসাইন, সভাপ‌তি বাংলা‌দেশ মে‌ডি‌কেল ট্যুরিজম এসো‌সি‌য়েশন। উপস্থিত ছিলেন প্রফেসর ড. জাহা‌ঙ্গির আলম চৌধু‌রি, ট্রেজারার, ঢা‌বি, প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম,
ক্যাপ্টেন মোহাম্মদ শওকত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, ড্রিমার্স ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, আব্দুল কা‌দের, মা‌হিন সরকার, তারেক রেজা, তাহমিদ আল মুদাসসির চৌধুরি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রিমার্স এর পক্ষ থেকে ডাক্তার রেদওয়ান মাহমুদ রেজা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
পক্ষ থেকে তাহমিদ আল মোদ্দাসসির চৌধুরী।
বক্তারা বন্যা দুর্গত অঞ্চলে ফ্লাড ক্যাম্পের বিষয়ে আলোচনা করেন এবং সার্বিক সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন পরামর্শ রাখেন।
অনুষ্ঠানের চেয়ারপার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ড্রিমার্স কন্সাল্টেশন এন্ড রিসার্চ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের অনুভূতি প্রকাশ ও বক্তব্য রাখেন। মেডিকেল ক্যাম্প আয়োজন করায় দ্যা হেভেন ফাউন্ডেশন ইউকে সহ কয়েক টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রধান করা হয়, বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি