মজিবুর রহমান সুজন, স্টাফ রিপোর্টার ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা তরী বাংলাদেশ এর উদ্যোগে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়, তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সদস্য সচিবআলমগীর হোসাইন এর সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান , তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সুযোগ্য আহবায়ক সাদিকুল ইসলাম ভূঁইয়া, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান, আরও উপস্থিত ছিলেন খাইরুল আলম জুয়েল, মোঃ সাইফুল ইসলাম, অপ চন্দ্র বিশ্বাস, মোঃ শাজাহান সরকার, লিটন মিয়া, জুয়েল , সুমন মিয়া, আমিনুল ইসলাম, জিল্লু মিয়া, জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, শফিকুল ইসলাম (রাজীব)ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ।
২২ অক্টোবর রোজ মঙ্গলবার বেলা ১১ঃ০০ টার সময় স্থানীয় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার শেষে প্রধান অতিথি সহ সবাই মিলে আমতলী বাজার, চান্দুরা বাজার, আলহাজ্ব শফিকুল ইসলাম ডিগ্রী কলেজ, চম্পকনগর বাজার সহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে জনসচেতনতামূলক স্লোগান যুক্ত লিফলেট বিতরণ করা হয়। তাছাড়া প্রধান অতিথি সহ সকল বক্তারা বলেন সবার সমষ্টিগত উদ্যোগেই পারে ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে তাই নিজ নিজ উদ্যোগে বাড়িঘর অফিস স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন ডেঙ্গু মশা নিধনে উপজেলার পক্ষ থেকে কয়েকটি ফগার মেশিন ক্রয় করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সম্ভাব্য স্থান সমূহ উক্ত ভগার মেশিন ব্যবহার করা হবে। এই ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন সমাজের প্রত্যেককে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।