নুরুল ইসলাম নাহিদ, কালিয়াকৈর প্রতিনিধ: বুড়ো বাংলাদেশের পক্ষ থেকে, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বুড়ো বাংলাদেশ কালিয়াকৈর শাখা পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় ফল ও ফুলের চারা প্রদান করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কাউসার আহমেদের কাছে, বুড়ো বাংলাদেশের কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মো:মহিউদ্দিন এবং ব্যবস্থাপক সাহেলা আক্তার দেশীয় ফল ও ফুলের ৪১০ চারা হস্তান্তর করেন।
সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় উপজেলায় ইউএনও মহোদয়ের নিকট ফল ও ফুলের চারা গুলো হস্তান্তর করা হয়।।
বুড়ো বাংলাদেশ কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মো:মহিউদ্দিন বলেন দেশীয় ফল ও ফুলের ৪১০ টি চারা কালিয়াকৈর উপজেলায় ইউএনও মহোদয়ের কাছে দেওয়া হয়েছে এবং বুড়ো বাংলাদেশের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ জানান, বুড়ো বাংলাদেশের পক্ষ থেকে দেশীয় ফল ও ফুলের চারা গাছগুলো দেওয়া হয়েছে, এই চারা গুলো উপজেলার বিভিন্ন সরকারি জায়গায় রোপন করা হবে। তাতে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।