মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি চট্টগ্রাম: ফটিকছড়িতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদল, ভুজপুর থানা যুবদল, ফটিকছড়ি পৌরসভা যুবদল ও নাজিরহাট পৌরসভা যুবদল। ২৭ অক্টোবর রবিবার বিকালে উপজেলা সদর বিবিরহাটস্থ এশিয়া প্লাজার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হাজার হাজার নেতা কর্মী প্লেকার্ড, বেনার, ফেস্টুন ও বাদ্য বাজনা বাজিয়ে মিছিলে অংশগ্রহণ করে। পরে সেখানে এক তাৎক্ষিক সমাবেশে ফটিকছড়ি উপজেলা যুবদলেরব আহবায়ক এম মোরশেদ হাজারী সভাপতিত্বে ও ফটিকছড়ি পৌরসভার আহবায়ক মঈন উল্লাহ উজ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, বক্তব্য রাখেন ভুজপুর থানা যুবদলের আহবায়ক নুরুল আমিন আজাদ, নাজিরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওমর ফারুক চৌধুরী ডিউক, ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, ভুজপুর থানা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ,ফটিকছড়ি পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আহসানুল করিম রাজন, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম বিজয়, ফটিকছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ হান্নান চৌধুরী,ভুজপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক বিন মুসা সহ যুবদলের জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য তুলে ধরে বলেন আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৮ রে শহীদ প্রেসিডেন্ট জিয়া যে ছোট্ট চারা টি রোপন করেছিলেন, সেটি আজকে বিরাট মহীরূহে পরিণত হয়েছে, তাই আমি প্রথমে স্মরণ করছি,যার আদর্শে আজকে আমি রাজনীতি করছি,সে মহান পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে,আমরা একটা কথা বলি, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছোট্ট চারা গাছটি রোপন করেছিলেন সেটি আজকে বড় বৃক্ষ, এ বড় বৃক্ষের প্রত্যেকটা শাখা উপ-শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেকটা আদর্শ ধারণ করে আছে।