আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় জনবহুল এলাকায় জামনগর ইউনিয়নের গয়লার ঘোপে মসজিদের পাশে বিড়ি ফ্যাক্টরি নিরমাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ১১টার সময় জামনগর ইউনিয়নের গয়লার ঘোপে মসজিদের পাশে মনমোহন বিড়ি ফ্যাক্টরি নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
কুষ্টিয়া ভেড়ামারা বাহাদুরপুরের মনমোহন বিড়ি ফ্যাক্টরি দীর্ঘ ২৩ বছর যাবত ভাড়ায় বিড়ির ব্যবসা পরিচালনা করে আসছিল এই এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ , স্থানীয় প্রভাবশালী নেতাদের বিপুল পরিমাণ অর্থ ও চাকরির লোভ দেখিয়ে গয়লার ঘোপে মসজিদের পাশে মনমোহন বিড়ি ফ্যাক্টরি নির্মাণ করার চুক্তি হয় । মসজিদ কমিটির সভাপতি , সেক্রেটার ও ইমামকে মসজিদের বিভিন্ন উন্নয়নের কথা বলে বিড়ি ফ্যাক্টরি করার অনুমতি নেয়।
দীর্ঘদিন বিড়ি ফ্যাক্টরির তামাকের ডাস্ট জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ায় অনেকে হাপানি, শ্বাসকষ্ট যক্ষায় ভুগছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে , উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের কাছে একটি স্মারক লিপি পেশ করেন তারা ।