1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

নগরফুল ষোলশহর শাখার,সাপ্তাহিক হলি ডে স্কুলের ক্লাস সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: শুক্রবার এলে যেন অন্যরকম পূর্ণতা পায় নগরফুল।এই পূর্ণতায় হেসে মেতে ওঠে নগরের ফুলেরা।এই হাসিতে উজ্জীবিত হয় নগরফুলের মালীরা।প্রতি শুক্রবারের ন্যায় পহেলা নভেম্বর,বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নগরফুল ষোলশহর শাখার সাপ্তাহিক হলি ডে স্কুলের কার্যক্রম।এতে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন,সাবলম্বী প্রজেক্ট ডিরেক্টর(২০২৪-২৫) আল রিজওয়ান আহমেদ চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর(২০২৪-২৫) নাঈমুল হাসান,কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম আসিফ,কো-অর্ডিনেটর তাসফিয়া আক্তার,খাইরুন নেসা শাকিরা,ফারহানা আক্তার আঁখি, জেসি আক্তার,মোছাঃ ফেরদৌসী বেগম,ইসরাত জাহান হাফসা,মঈনুদ্দিন আবিদ,মোহাম্মদ শামশুল হুদা,মোহাম্মদ আবুল হাসেম,ইস্ফাতারা জ্যোতি,আলী আহসান মোহাম্মদ মুনতাসির,আবুল হোসেন সিফাত,ইকবাল আজাদ সোহেল,মোহাম্মদ ওমর ফারুক এবং উক্ত ক্লাস পরিদর্শনে আসেন সিআরবি শাখার মালী মুহিবুল হাসান রাফি।তিনি নগরফুলের চেয়ারম্যান এর সাথে উক্ত শাখার ক্লাসের সমস্ত কার্যক্রম অতি সূক্ষ্ণভাবে পরিদর্শন করেন। উক্ত ক্লাসের কার্যক্রম পরিবেশ পরিস্থিতি নিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আল রিজওয়ান আহমেদ চৌধুরী, আমিরুল ইসলাম আসিফ, তাসফিয়া আক্তার।সাবলম্বী প্রজেক্ট ডিরেক্টর (২০২৪-২৫) আল রিজওয়ান আহমেদ চৌধুরী বলেন,বাচ্চাদের পড়ালেখায় মন বসানোর জন্য দরকার নিরিবিলি পরিবেশ।পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারায় অনেকে পড়ালেখা থেকে অমনোযোগী হয়ে পিছিয়ে পড়ে আছে।
চীফ কো-অর্ডিনেটর (২০২৪-২৫) নাঈমুল হাসান নাঈম বলেন, রেলের আওয়াজ ছাড়াও জংশনে হওয়া বিভিন্ন প্রোগ্রামের মাইকের আওয়াজে আওয়াজে বাচ্চারা অতিষ্ঠ হয়ে হৈচৈ তে মেতে থাকে।এছাড়াও নোংরা পরিবেশ,ময়লা আবর্জনার স্তূপ অনেকাংশে তাঁদের মনোযোগ কেড়ে নেই।বাচ্চাদের মনোযোগ বাড়াতে বাড়িতে গিয়ে পরিদর্শন এবং হালনাগাদ অতীব প্রয়োজন।এতে বাচ্চারা দীর্ঘদিন আমাদের কাছে থাকবে।
কো-অর্ডিনেটর(২০২৪-২৫) তাসফিয়া আক্তার বলেন, বাচ্চাদের যতই দেখাশোনা করা হয় না কেন হুট করেই বাল্যবিবাহ দিয়ে দে নতুবা চাকরিতে দিয়ে দে না হয় বাসাবাড়িতে ঝিঁয়ের কাজে দিয়ে দেওয়া হয়।এজন্য প্রয়োজন তাঁদের পরিপূর্ণ তদারকি।
এরপর ক্লাস টেস্ট এ বিজয়ীদের পুরষ্কার দিয়ে ক্লাসের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি