1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

নারী ফুটবলারদের সমস্যা লিখিত ভাবে চাইলেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

ফুটবলে যত সাফল্য তার প্রায় সবটাই মেয়েদের হাত ধরে। এই নিয়ে পরপর দুবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। কিন্তু সেই মেয়েরাই নানাভাবে অবহেলিত। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়া—এমন নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। যেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি।

এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি