বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের আলোচিত মাদক ব্যবসায়ী রমজান মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে গড়ে তুলেছেন মাদকের সর্গরাজ্য। মাদক ব্যবসা করে কামিয়েছেন অবৈধ অর্থ সম্পদ। মাদক ব্যবসায়ী রমজান মোল্লা বরিশাল বিমানবন্দর থানার ২৮ নং ওয়ার্ড হরিপাশা গ্রাম শেরে বাংলা সড়কের আবুল মোল্লার ছেলে। মাদক ব্যবসায়ী রমজান মোল্লা বরিশাল জেলা ও বিভাগ জুড়ে চালায় মাদক সিন্ডিকেট রমজান মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও নিত্য নতুন কৌশলে চালিয়ে যাচ্ছে মাদক বেচাকেনা তার মাদক বাণিজ্য কিছুতেই থামছে না বরং উল্টো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। নাগরী সহ জেলা ও বিভাগ জুড়ে মাদক পাইকারি ও খুচরা বিক্রি করে যাচ্ছে। রমজান নিজেও যুবকদের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদকের চালান পাঠায়। গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৪ পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় মাদকসহ গ্রেপ্তার হয়।
এবং মাদক আইনের নিয়মিত মামলা রুজু হয় কুমিল্লা ব্রাহ্মনপাড়া থানায় যাহার এফআই আর নং ১৫, এবং এজাহারে অভিযুক্ত চার্জশিট নং ৭১। রমজান মোল্লা বর্তমানে জামিনে বের হয়ে পুনরায় ২৮ নং ওয়ার্ড কুদঘাটা খাল পাড় পোল হতে শেরবাংলা সড়ক চহুতপুর ইস্কুল পর্যন্ত গাজা ইয়াবা মাদক বেচা কিনার বিশাল এক সিন্ডিকেট তৈরি করছে, এবং তার প্রধান স্পর্ট হচ্ছে মোল্লা বাড়ির বাগান,নিজ বাসস্থান মোল্লাবাড়ি বাড়ির ভেতরে বসে মাদক বেচাকেনা করে থাকে, মাদক ক্রেতারা দূর দূরান্ত থেকে গাড়িতে এসে বাড়ির সামনে গাড়ি স্লো করে সরাসরি মাদক নিয়ে যায়।তার যন্ত্রণায় এলাকার সাধারণ মানুষ এবং ওই রাস্তায় চলাচল করা পথচারীরা অতিষ্ঠ ও দিশেহারা। রমজান মোল্লার কারণে সাধারণ পথচারীরা সবাই হয়রানির শিকার হচ্ছে। পুলিশ এবং ডিবি ওই রাস্তা থেকে চলাচল করার সাধারণ পাবলিকদের জিজ্ঞাসা বাদ করে এবং বিভিন্ন সময় তল্লাশি করে এতে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাই রমজান মোল্লা মাদক বেচাকার হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসী ও পথচারী অনুরোধ করে বলেন রমজান মোল্লা কে আইনের আওতায় এনে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাদক বেচাকেনা কারণে এলাকার যুবসমাজ এবং ছোট বাচ্চারা এই নেশার প্রতি আশক্ত হয়ে পড়তেছে, তাই এই মাদক কারবারি দের অতি বিলম্বে আইনের আওতায় আনা হোক, তারা আরো বলেন কেউ যদি মাদক বেচাকেনায় বাধা বা প্রতিবাদ করতে যায় তাদের রমজান মোল্লা ভয় ভীতি হামকি ধামকি এবং জানে মেরে ফেলার হুমকি দেয়।,সূত্রে জানা যায় নবগ্রাম রোড ২৭ নং ওয়ার্ড রুইয়া পোল স্বমিল এর পাসের গলি থেকে ২৮ নং ওয়ার্ড গাজীবাড়ি মোল্লা বাড়ি বের হওয়ার একটা রাস্তা রয়েছে সেই রাস্তাকে তার মাদক বেচাকেনা একটা স্পট হিসেবে বেছে নেন কিন্তু ওই গলির বাসিন্দাদের, তৎপরতায় সে এখানে মাদক চেনা কিনা করতে পারে না বিধায় ওই গলির, বাসিন্দাদের একাধিক বার হুমকি ধামকি দিতে থাকেন , ৫ ই আগস্টের, পর থেকে রমজান মোল্লা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং ওপেনে মাদক বেচা কিনা শুরু করে তাই প্রশাসনের দৃষ্টি কামনা করে এলাকাবাসী।