শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে নিলুফা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে একাই ভাড়া থাকতেন। একই সঙ্গে মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন। গ্রেফতারকৃত আসামি শান্ত কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।
নিহত ছেলে নাছির বলেন, সকালের দিকে মা রান্নার সময় দেখতে পান শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছেন। এতে মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ( ভিক্টোরিয়া) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিলুফা বেগমের উপর শান্ত নামে এক যুবক হামলা করে। এই ঘটনায় শান্তকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা অনুসন্ধান করে জেনেছি, আটক শান্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।