1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বাইশগাঁও ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মোঃ আনজার শাহ,স্টাফ রিপোর্টার: আজ(০৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা মনোহরগঞ্জ বাইশগাঁও ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে বুধবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আর্মি সুলতান মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মনোহরগঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান। সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেষনা মেনে চলার অনুরোধ করেন।

ইউকে থেকে মুঠোফোনে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ইরফানুল হক পাটোয়ারী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ফেসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে।পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। কোটা সংস্কারকে কেন্দ্র করে মধ্য জুলাইয়ে শুরু হওয়া তীব্র আন্দোলন আগস্টে গিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে।সেখানে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। ছাত্র-শিক্ষক, কৃষক শ্রমিক, দিনমজুর, ধনী গরিব সকল শ্রেণীর অংশগ্রহণে ঘটে ঐতিহাসিক এই গণঅভুত্থান। তবে হঠাৎ করেই ছাত্র জনতার এই আন্দোলনে সাধারণ মানুষ রাজপথে নেমে আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেছেন,বেশি আওয়ামী সরকারের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘুম খুন দুর্নীতি দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যে খুব সৃষ্টি হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে জুলাই আগস্ট এর বিপ্লবী।

তিনি বলেন, কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জের মানুষ আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, হীরা, আলমের,মতো যারা দলের জন্য ঘুম,খুন,জেল,জুলুম নির্যাতনে শিকার হয়েছে তাদেরকে আমরা ভুলে গেলে হবে না, তাদের আত্মত্যাগকে সামনে রেখে আমাদের পথ চলা হবে, কারণ ভোগে সুখ নয় ত্যাগে ও সুখ আছে।

তিনি আরো বলেন, এত বড় আন্দোলনের পিছনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক বড় অবদান রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি