রাজু আহমেদ নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় বারের মতো ভ্রাম্যমান বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত স্থানীয় ক্যান্টবাজার মোড়ে সৈয়দপুর রিডার্স এসোসিয়েশন ও লাইব্রেরিয়াম নামের প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করে।
মেলায় বিক্রির জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ৫ শতাধিক বই রাখা হয় । মেলা উপলক্ষে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় বইগুলোতে।
মেলায় আসা ক্রেতা ও পাঠকরা বলেন, ভ্রাম্যমাণ বইমেলার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নবীন ইসলাম বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয় বরং পাঠক আসুক, বিভিন্ন বই সম্পর্কে জানুক, এটাই মূল উদ্দেশ্য। নিয়মিত এ ধরণের বইমেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য গত দুই সপ্তাহ আগে একই স্থানে প্রতিষ্ঠানটি দিনব্যাপী ভ্রাম্যমান মেলার আয়োজন করে।