1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

মোল্লাহাটের ঘাটবিলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত- ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মোঃমনির হোসেন,বাগেরহাট মোল্লাহট: বাগেরহাটের মোল্লাহাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ঘাটবিলা গ্রামে বায়জিদ মোল্লার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে, এ ঘটনায় এক নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে।
ঘটনার বরাত দিয়ে আহত আশরাফ আলী জানান, সকাল ৯ ঘটিকায় তাদের পৈত্রিক জমিতে অবৈধভাবে ঘর তোলার কাজ শুরু করে প্রতিপক্ষ বায়জিদ মোল্লা গং। পৈত্রিক সম্পত্তি রক্ষার স্বার্থে তাদের ঘর তোলার কাজে বাধা প্রদান করলে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে আশরাফ আলী (৬২) সহ তার পরিবারের লাভলু চৌধুরী (৪০)মিতু(২৮) ইনছান চৌধুরী (৭০) আহত হয়। অপরপক্ষের বায়জিদ মোল্লা সহ তার পরিবারের ইমরান (২৬) আলামিন (৩০) রাকিবুল (২০) রফিকুল (১৬) আহত হয়েছে বলে জানায় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী।
আহতদের মধ্যে লাভলু চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত বায়জিদ মোল্লা ও এলাকাবাসী জানায়, খরিদা সত্ত্বে সত্যবান হয়ে দীর্ঘ ১শত বছর যাবত তারা উক্ত জমিতে ভোগদখলরত ছিলেন, ঘটনার দিন তাঁদের দখলে থাকা ভুমিতে ঘর নির্মাণের লক্ষ্যে গাছ পালা কেটে পরিষ্কার করার সময় প্রতিপক্ষ বায়জিদ মোল্লা গং বাধা প্রদান করেন, এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি