1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় পৌর বিএনপির আয়োজনে কর্মি সভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আনোয়ার হোসেন, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দল পৌর বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) বিকেলে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া বাজার রেলগেটের সামনে পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মি সভা হয়েছে। কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোশারফ হোসেন।

বাগাতিপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মাইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক নেকাবর হোসেন,তোফাজ্জল হোসেন মিঠু, বাগাতিপাড়া পৌর বিএনপির যুগ্ন আহবাযক জুলফিকার হায়দার , হোসনে আরা বেগম ও মুক্তার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতা কর্মিরা ।

এ সময় বক্তারা বলেন , সম্মেলনের মাধ্যমে কর্মিদের সুসংগঠিত করে দলকে এগিয়ে নিতে হবে। সামনে ভোট, ভোটে যেন সবাই এক যোগে কাজ করে সেই দিকে আমাদের সকলকে দৃষ্টি দিতে হবে। বিগত দিনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কারনে বাগাতিপাড়ায় কোন সভা সমাবেশ করতে পানেনি, দলীয় কোন কার্যক্রম চালাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি