1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ঝালকা‌ঠি থে‌কে ৮ রু‌টে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

টা‌র্মিনা‌লে রাখা বা‌সের তেল ও যন্ত্রাংশ চু‌রি এবং শ্রমিক‌দের মারধর করার প্রতিবা‌দে ঝালকাঠি থে‌কে ৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তি‌নি জানান, সোমবার (২২ মার্চ) রা‌তে বি‌ভিন্ন স্থান থে‌কে যাওয়া ঝালকা‌ঠি মা‌লিক স‌মি‌তির ৪৫টি বাস রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়।

ওই দিন রাত সাড়ে ১২টার দিকে রুপাতলী বাসস্ট্যান্ড থে‌কে ঝালকা‌ঠি মা‌লিক স‌মি‌তির বাসগু‌লোর চাকা ছিদ্র ক‌রে দি‌য়ে তার ব্যাটা‌রি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা।

এ ঘটনায় কয়েকজন বাস শ্রমিকরা বাধা দিলে তাদের মারধর করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় আলফা শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন।

বিষয়টি সুরাহা ও যানবাহন টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাক‌বে বলে জানান ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি