1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কবর জিয়ারত করলো কেন্দ্রীয় যুবদল নেতা সোহান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

আরিয়ান শাকিল: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাকে মারা যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধক্ষ্য কামরুজ্জামান জাপানের কবর যিয়ারত করেছে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধা- রন সম্পাদক আলমগীর হোসেন সোহান।

রবিবার (১০ নভেম্বর) মাগুরার শ্রী- পুর উপজেলার আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার কবর যিয়ারত করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যদের সার্বিক খোজখবর নিয়ে শান্তনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান জাপানের পিতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সালাউদ্দিন সুমন, মাগুরা জেলা ছাত্রদল নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান

শেখ, কামরুজ্জামান জাপানের ছোট ভাই বদরুল আলম ইরানসহ নিহতের পরিবারের সদস্যরা। যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন সোহান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শাখার সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান ভাইয়ের কবর যিয়ারত ও তার পরিবারের সার্বিক খোজ খবর নিতে এসেছি। আমাদের নেতা তারেক রহমান

এই পরিবারটিকে নিজের পরিবার মনে করেন। আমরাও এই পরিবারটিকে নিজের পরিবার মনে করে এই পরিবারের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ এ থাকবো।

মৃত কামরুজ্জামান জাপান শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আলহাজ্ব ইন্তাজ আলীর ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ৭ নভেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের

নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক কোষাধক্ষ্য ছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি