1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

শ্রীপুরে গীতিকবি ও বীরমুক্তিযোদ্ধা আমির হামজার স্মৃতি ফলক উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মরমী কবি ও বীর মুক্তিযোদ্ধা আমির হামজার স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে তাঁর নিজ গ্রাম বরিশাটে তাঁর স্ত্রী মোছা. দুলজান বেগম ও পুত্রবধূ জেসমিন নাহার এ স্মৃতি ফলক উন্মোচন করেন। বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার ৯২ তম জন্মদিন উপলক্ষে কবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মৃতি ফলক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি আমির হামজার সুযোগ্য সন্তান যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপি’র সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, সাংবাদিক মো. সাইফুল্লাহ, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, কবিপুত্র নুরুজ্জামান রোজীসহ আরো অনেকে।

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা ও গীতিকবি আমির হামজা তৎকালীন যশোর জেলার মাগুরার মহকুমা শ্রীপুর থানাধীন বরিশাট গ্রামে ১৯৩১ খ্রিস্টাব্দে ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইমারত সরদার ও মাতার নাম আবিরন ন্নেছা। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীতে যোগ দিয়ে গৌরবময় ভূমিকা পালন করেন। পাকবাহিনী মুক্তিযুদ্ধের সময় তাঁর মাথার দাম ১০ হাজার টাকা ঘোষণা করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন৷ তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাঘের থাবা’, ‘পৃথিবীর মানচিত্রে’ ‘একটি মুজিব তুমি’, ‘একুশের পাঁচালী’, ‘ইকরা’ এবং ‘কাব্যরাণী’ প্রভৃতি। সাহিত্যে অবদানের স্মৃতি স্বরূপ ২০২২ সালে তিনি মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন। তাঁর অসংখ্য গান বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীগণ পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। তিনি ২০১৯ সালের ২৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি