1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জের ছাতকে ফেন্সিডিল ব্যবসায়ি জেল-হাজতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল সহ সুকেষ আচার্য (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ছাতক পৌর শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করা হয়। সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া গ্রামের মৃত উপেন আচাষ্য এর ছেলে সুকেষ আচার্য। বৃহস্পতিবার সকালে থানা থেকে গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। জানা যায়,সুকেষ আচার্য দীর্ঘদিন ধরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিদেশী মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো গত বুধবার রাতে ছাতক কোর্ট পয়েন্ট এলাকায় ফেন্সিডিল মাদক বিক্রি করার জন্য আসে। এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপ পরিদর্শক সিকান্দার,শরিফুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ওই কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১শ’১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসিব্ল্যাক এবং ২২ বোতল ম্যাকডাউয়েল’স নামি বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরদ্ধে এস আই সিকান্দার আলী বাদী হয়ে সুকেষ আচার্য্যকে প্রধান আসামী করে তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করেন। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলায় তাকে চালান করেছেন আদালতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি