1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব; সাংবাদিকদের মধ্যে ঐক্য রাখার অঙ্গিকার

মোঃ জায়েদ হোসেন, কমলনগর লক্ষ্মীপুর
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে সোমবার ( ১৮ নভেম্বর ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উত্তর বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব।

কমলনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়েজ, সহসভাপতি ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক মোঃনুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ প্রমুখ।

এ সময় ২১ জন নতুন সদস্য তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেসক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন, আমাদের বন্ধু ও সহকর্মী মোঃ ফয়েজ এবং এআই তারেক। কিন্ত আজ আর ভিন্ন কোন স্থানে কোন প্রেসক্লাব নেই। সবাই এক হয়ে এখন একই ঘরের নিচে তৈরি করেছি কমলনগর প্রেসক্লাব।

সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকার বদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজকের পর থেকে আমরা সবাই এক এবং অভিন্ন।

সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়ন, অপরাধ এবং নানা কাজে যে সব অনিয়ম যোগ্যতা ভিত্তিক অপরাধ আছে সে আলোকে ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কমলনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আর কখনো প্রেসক্লাবে সদস্য গ্রহন করা হয়নি। অবশেষে এবার কমলনগর প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও বিজ্ঞাপন প্রচারের পর ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে ২১জন সাংবাদিককে কমলনগর প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি