1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর নির্বাচন শুরু হয়েছে আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মোঃআলাউদ্দিন জেলা প্রতিনিধি ভোলাঃ শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ ও মান উন্নয়নের লক্ষ্যে উৎসব মূখর পরিবেশে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা কমিটির নির্বাচন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হতে মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত ৯ টি গ্রুপে ৯ দিনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতিভূক্ত বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম (ছাতা মার্কা), দক্ষিণ আলিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন (চশমা মার্কা) ও দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহমেদ (চেয়ার মার্কা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন প্রার্থী। এরা হলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ (ফুটবল মার্কা), ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মোঃ মাকসুদ আলম (আনারস মার্কা), বাংলাবাজার ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশীদ (সিলিং ফ্যান মার্কা)। যুগ্ম সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) এর সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস (হারিকেন মার্কা), ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল উদ্দিন (দেওয়াল ঘড়ি মার্কা), শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন সাহা (আলমারি মার্কা), এডভোকেট ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনির উদ্দিন (কলম মার্কা)। এছাড়াও নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। এরা হলেন শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইউনুস শরীফ (টেলিভিশন মার্কা) ও তৈয়বা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান (হাঁস মার্কা)। এ নির্বাচনে অন্যান্য পদের সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোলা সদর উপজেলার ৪৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৭ জন প্রত্যক্ষ ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার আহবায়ক মোঃ শাহনেওয়াজ চন্দন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিঠু সদস্য হিসেবে মোঃ আবু তাহের, মেহেদী হাসান ও মোঃ জসিম উদ্দিন

এর আগে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অত্র সমিতিভুক্ত বিদ্যালয়গুলো একত্রিত হয়ে ২৯/০৮/২০২৪ ইং এবং ২৬/০৯/২০২৪ ইং তারিখে সভার মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাহনেওয়াজ চন্দনকে আহবায়ক করে ভোলা সদর উপজেলা কমিটি গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। যার মেয়াদ নির্ধারিত হয় ৩০/১১/২০২৪ ইং তারিখ পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর গত ২৯/১০/২০২৪ ইং তারিখ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাহনেওয়াজ চন্দন। নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট গ্রহন শেষ করে আগামী ২৯/১১/২০২৪ ইং তারিখ সমিতির কার্যালয়ে বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গননা করা হবে এবং একই দিন সন্ধ্যা ৭ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি