1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্ঠা কামালের হিযবুত তাহরির কানেকশন?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শিল্প ও সাহিত্যে শিবির এবং হিযবুত তাহরিরের প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় অবদান সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর, বিশেষ করে সাহিত্য পাড়ায় ছাত্রী সংস্থার যত হিযবুতি ছিলো অধিকাংশই তার বেড পার্টনার ছিলো, তাকে এইসব সাপ্লাই দিতো বাংলা একাডেমির সাবেক ডিজি জাতি হত্যার কবি মুহম্মদ নূরুল হুদা আর পাঠক সমাবেশের ক্ষুদ্রাংশের মালিক শহিদুল ইসলাম বিজু; ক্ষুদ্রাংশের মালিক এ জন্য বললাম কারণ জনপ্রিয় পাঠক সমাবেশের সিংহভাগ মালিকানা কামাল আবদুল নাসের চৌধুরীর।

কামাল আবদুল নাসের চৌধুরীর সহযোগিতায়ই জাতীয় জাদুঘরের চার হাজার স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস নামমাত্র মূল্যে ভাড়া নিয়েছে পাঠক সমাবেশ, এই পাঠক সমাবেশই কামাল আবদুল নাসের চৌধুরীর কালো টাকা শাদা করার অন্যতম মাধ্যম; আবার ছাত্রী সংস্থা ও হিযবুতি কবিদের সঙ্গে রোমান্সেরও অন্যতম মাধ্যম এই পাঠক সমাবেশ।

কবি নূরুল হুদা তার বান্ধবীদের কিছু সময়ের জন্য বর্গা দিতেন কামাল চৌধুরীর কাছে, এমন একজন হচ্ছেন জলধি নামের টোকাই প্রকাশনার এক স্বত্ত্বাধিকারী কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার কুখ্যাত নেত্রী এন আশরাফী; এই এন আশরাফীকে প্রকাশনা সংস্থা করে দেওয়া, কাঁটাবনে শো-রুম করে দেওয়ার সকল আয়োজন করেছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী।

বিগত জুলাই-আগস্ট ষড়যন্ত্রের সময়ে পাঠক সমাবেশ, এন আশরাফী কিংবা নূরুল হুদা গং ষড়যন্ত্রের অংশ হয়ে পুরো সময়টা বিভ্রান্তি ছড়িয়েছে, এই বিষয়ে জুলাইতেই কামাল আবদুল নাসের চৌধুরীকে কল করেছিলাম, তিনি উল্টো আমাকে চুপ করে থাকতে বলেছিলেন, এটাও বলেছিলেন পরিস্থিতি এখন ভালো না এই সময়ে এত লাফানো ঠিক না; অন্যদিকে নূরুল হুদা তো জুলাইতে পুলিশের কাছে গিয়ে কিছু শিবির সদস্যকে ছাড়িয়ে আনেন।

ঢাকাই সাহিত্যের মৌলবাদীকরণে কামাল আবদুল নাসের চৌধুরীর ভূমিকা কখনোই অস্বীকার করা যাবে না, তিনি ও তার সিন্ডিকেট সবসময়ই সফলভাবে চেষ্টা করেছে শিবির ও ছাত্রীসংস্থার সদস্যদের ঢাকাই সাহিত্যে পুনর্বাসনের; পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে কামাল আবদুল নাসের চৌধুরীর অর্ধশত কোটি টাকার প্রজেক্ট মুজিব পিডিয়ার সম্পাদক করা হয়েছিল হিযবুতি বাম ফরিদ কবিরকে—আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি।

আজ এসব লিখছি তার কারণ হচ্ছে, সময় ঘুরলেই কামাল আবদুল নাসের চৌধুরীর এই মৌলবাদী সিন্ডিকেট আবার প্রকাশ্যে আসবে, আবার তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে ঢাকাই সাহিত্যের পাড়া, তাই আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে—এই জানোয়ারদের যেন জায়গা না হয়; খুব সতর্কতার সঙ্গে নজরে রাখতে হবে এদের কার্যক্রম।
-আসলাম সানী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি