1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা চেকপোষ্ট এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করাহয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, কুমিল্লার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে সুজন (২১), মাদারীপুরের মাদারীপুর সদর থানার জাফরাদ গ্রামের টুটুল মাদবরের ছেলে আব্দুল করিম (৫৫), ফরিদপুরের সদরপুর থানার নিয়াজখালী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের মেয়ে মাজেদা বেগম ও ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধুবগ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে সানজিদা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানায়, মেঘনা টোল প্লাজা চেকপোষ্টে এক পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ জন নারী ও ২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি