1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

টেকনাফ র‌্যাব-১৫ অভিযানে মিটা পানির ছড়ায় ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

টেকনাফে মিটাপানির ছড়ায় অভিযান চালিয়ে বসত বাড়ির শোয়ার কক্ষের খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) দেবজিত পাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকালে উপজেলার মিঠাপানিরছড়া এলাকার একটি বসত-বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় বসতবাড়ির সামনে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছৈয়দ করিমসহ অজ্ঞাত ২/৩ জন মাদক কারবারী ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক মাদক কারবারীর বসতঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ওই বাড়ীটি পলাতক মাদক কারবারী ছৈয়দ করিমের। সে বসত-বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত মদ ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি