1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ি তে নব‌নিযুক্ত পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদ খান, নাগেশ্বরী প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর  বজলুর র‌শি‌দকে সংবর্ধনা দান ও মতবিনিময় করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার(২২‌শে ন‌ভেম্বর) শেষ বিকালে ফুলবাড়ী উপ‌জেলার রাবাইতারী আদর্শ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজ হলরুমে গোলাম মুর্তজা বকুলের সঞ্চালনায় ও রাবাইতারী আদর্শ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজে অধ্যক্ষ রেজাউল হক মনির সভাপতিত্বে  বক্তব্য রাখেন,কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর  বজলুর র‌শি‌দ, জেলা ও দায়রা জজ কুড়িগ্রামের অ্যাডভোকেট আশরাফুল হক,জেলা ও দায়রা জজ আদালত কু‌ড়িগ্রামের সহকারী সরকারি কৌঁসুলি মোরশেদুল হক খন্দকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুড়িগ্রাম জেলা আদালতের অ্যাডভোকেট আব্দুল বারেক, ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু,জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার,উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী ক্লে, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র  সাধারণ সম্পাদক মশিউর রহমান, বড় ভিটা ইউনিয়ন বিএনপির আহবায়ক জহুরুল হক, ভাঙ্গামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়নের  যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ক্লে, বিএনপি’র খড়িবারি বাজার শাখার সভাপতি রজব আলী শেখ, আশরাফু্ল ইসলাম সরকার সা‌বেক সাংগাঠ‌নিক সম্পাদক ভাঙ্গা‌মোড় ইউ‌পি শাখা,মোহাম্মদ আলী সা‌বেক যুবদল নেতা ভাঙ্গা‌মোড় ইউ‌পি শাখা,ছাত্রনেতা তৌহিদুল ইসলামসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় আদালতকে মানুষের শেষ  আশ্রয়স্থল করে মামলা পরিচালনা করা, ন্যায় বিচার নিশ্চিতে সবাইকে সহযোগিতা,বৈষম্যহীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর দা‌বি ক‌রেন ফুলবাড়ী সদর ইউ‌নিয়ন বিএন‌পির সম্পাদক মশিউর রহমান।

এ সময় পাবলিক প্রসিকিউটর জনাব বজলুর র‌শি‌দের বলেন, বিগত ১৭ বছর এদেশে আইনের শাসন বলতে কিছুই ছিল না। দেশের প্রত্যকটি জায়গায় ফ‌্যা‌সিস্ট শেখ হাসিনা তার দলীয় লোকজন বসিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আইনের শাসনকে কবর দিয়ে দেশটাকে কারাগা‌রে পরিণত করেছিলেন। জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭টি বছর যাবৎ আন্দোলন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি