1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

বিজয়নগরে ঠিকাদার এর অবহেলায় যানজট, ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ

মজিবুর রহমান সুজন , ষ্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের চান্দুরা-আখাউড়া গুরুত্বপূর্ণ রাস্তায় আমতলী বাজারে যানজট যেন নিত্যদিনের সঙ্গী কারণে অকারণে যানজটের ভোগান্তিতে সর্বস্তরের জনগন,তার উপর বাজারের রাস্তার পূর্বপাশ দিয়ে সরকারি বরাদ্দে প্রায় ৬৭লক্ষ টাকা ব্যয়ে, ৬০২ মিটার দৈর্ঘ্যে ও ২ফিট প্রস্থে ড্রেইনটি আর, এস কনস্ট্রাকশন নামক ঠিকাদার কাজটি শুরু করেন। নাম মাত্র গোটা কয়েক জন লোক দিয়ে যে গতিতে কাজ করতেছে কখন শেষ হবে এই ড্রেনেজ কাজ তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে গত ২৪শে অক্টোবর কাজটি শুরু করে এক মাস অতিবাহিত হলেও কাজের তেমন অগ্রগতি নেই। কিন্তু যানজট দিন দিন বেড়েই চলেছে।
ঠিকাদারের এমন ধীরগতির ও এলোমেলো কাজের কারনে প্রতিদিনের ভোগান্তিতে সকল শ্রেণীর যানবাহন ও হাজারো মানুষ।৬০০গজের আমতলী পার হতে যে কোন যানবাহন এর এক থেকে দেড় ঘণ্টা লেগে যায় তাই এই যানজট আতংক জনমনে ছড়িয়ে পড়েছে।

আর, এস কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আমানুল্লাহ জানান, কাজ করলে স্থানীয় জায়গায় জনগণের কিছুটা দুর্ভোগ হয়। তার পরেও সাব কন্টাক্টর এর ব্যক্তিগত সমস্যার কারনে ৩/৪ দিন কাজের অগ্রগতি কম হয়েছে। এখন থেকে দুর্ভোগ কমানোর জন্য রাতে কাজ করার উদ্যোগ গ্রহন করব।
সাধারণ জনগণের দাবি, ৬০২মিটার ড্রেইন কয়েকটি অংশে বিভক্ত করে কাজটি শুরু করার দরকার ছিল, যেহেতু ড্রেইনটি মেইন রোডে সেক্ষেত্রে অতিরিক্ত জনবল দিয়ে দ্রুত কাজটি সমাধান করার দরকার। ঠিকাদারের এমনই গাফিলতিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে,সপ্তাহে দুই এক দিন কাজ করে তাও অল্প শ্রমিক।
পর্যাপ্ত পরিমাণে শ্রমিক নিয়োগ দিয়ে রাত-দিন কাজের মাধ্যমে অতি দ্রুত প্রকল্পের সমাধান প্রয়োজন।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চেরাগী জানান, এখন পর্যন্ত ২০% কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার মৌখিক নির্দেশনা দেওয়ার পরেও অগ্রগতি না হওয়ায় বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখছি। এবং চিঠি দিয়ে দ্রুত কাজটি সমাধান করার তাগিদ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি