গোপালগঞ্জের কোটালীপাড়া থানার সাদুল্লাপুর ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে হিন্দু সনাতনী ধর্মাবলীদের ধর্মীয় ইসকন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে।
আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ইং বেলা তিনটায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিম পুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতনী ধর্মাবলম্বী শত-শত নারী পুরুষ টি, টি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গার হাট প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাঙ্গার হাট বাজারের মাহিন্দ্র স্টান্ডে এসে প্রতিবাদ সমাবেশে করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় বিক্ষোভকারী সাথে বাগদন্ড জড়িয়ে যায়।
ঘটনাটিকে কেন্দ্র করে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ইসকনের অন্যতম সদস্য চিন্ময় কৃষ্ণ দাস কে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার প্রতিবাদে কোটালীপাড়া ভাঙ্গারহাট বিক্ষোভ মিছিল হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাওয়া হলে মুঠো ফোনে সাংবাদিকদের বলেন , বিক্ষোভ মিছিলের খবর পেয়ে আমরা থানার কয়েকজন ফোর্স-সহ ভাঙ্গার হাট স্থানে উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হলে, পিছন থেকে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমি -সহ আরো কয়েকজন সদস্য আহত হই।
এ ঘটনাকে কেন্দ্র করে তিন – চার জনকে বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।