গত ২২ মার্চ ২০২১ তারিখ রাত ২২.০০ ঘটিকায় মেঘনা নদীর হাই মচর এলাকা এবং অদ্য ভোর ০৪.০০ ঘটিকায় হিজলা সাহেবের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও দুইটি কাঠের নৌকাসহ ১৫ জন ডাকাত সদস্যকে আটক করে কোস্ট গার্ড জাহাজ বিসিজি এস শ্যামল বাংলা।অভিযান চলানাকালীন মেঘনা নদীর হাইমচর, হিজলা এবং সাহেবের চর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৫ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।পরবর্তীতে আটক কৃতদের তল্লাশি করে ০১টি রামদা, ০৩ টি দা, ০১টি বটি, ০৯ টি মোবাইল ফোনও ০২টি ঘড়ি পাওয়া যায়। আটক কৃতরা হলো ১। বাগুনআলী (৩৫), ২। নাগর আলী(৩০), ৩। কাওসার(২৫), ৪। সবুজ(২৩), ৫। রাজিব (২৪), ৬। ফিরোজ(২৭), ৭। রাকিব(২৬), ৮। বাবুল(২৬), ৯। ইব্রাহিম(২৮), ১০। আহম্মদ (২৮), ১১। আলমগীর (২৬), ১২। ইউনুস(২৬), ১৩। জাহেদ(২৪), ১৪। শাহিন(২৫), ১৫। সাহেবআলী(২৫)।আটককৃত ডাকাত সদস্য সবাই হিজলা, হাইম চর এবং সাহেবের চর এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত মালামাল রায়পুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।