1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গুমের একটি মামলায় র‌্যাব-২-এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আলেপ উদ্দিনকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আগামি সোমবার (২ ডিসেম্বর) তাদের হাজির করার দিন ধার্য করা হয়েছে।

গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন ভোরে রাঙ্গামাটির কাউখালী (বেতবুনিয়া) এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান হত্যা মামলায় রিমান্ড শেষে বর্তমানে জেলহাজতে আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি